• আজ- সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন

স্কুল-অফিস-ল্যাপটপ—সব ব্যাগের সমাধান এক জায়গায়! সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন ব্যাগ আনলো সাতক্ষীরা ইভেন্টস লিমিটেড

আব্দুর রহমান / ৯২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

add 1

📍 সাহিত্যপাতা ডেস্ক
সাতক্ষীরা, ২৭ জুন ২০২৫

ছাত্র-ছাত্রী, চাকরিজীবী কিংবা ফ্রিল্যান্সার—সবার জন্যই প্রয়োজন একটি টেকসই, আরামদায়ক ও স্টাইলিশ ব্যাগ। এই চাহিদার কথা মাথায় রেখেই Satkhira Events Ltd. বাজারে নিয়ে এসেছে এক্সক্লুসিভ কোয়ালিটির স্কুল, অফিস এবং ল্যাপটপ ব্যাগ—যা এখন পাওয়া যাচ্ছে হোলসেল দামে, বিশেষ ডিসকাউন্টে।

🔹 ব্যাগের প্রধান বৈশিষ্ট্য:

  • জিপ লক মাল্টি-চেম্বার ডিজাইন – একাধিক জিনিস রাখতে সুবিধাজনক।

  • প্যাডেড স্ট্র্যাপ – ভারী বই বা ল্যাপটপ বহনে আরামদায়ক।

  • সাশ্রয়ী মূল্য – গুণগত মান বজায় রেখেই কম দামে প্রাপ্য।

  • ব্যক্তিগত পছন্দ অনুযায়ী ডিজাইন ও সাইজ তৈরি – অর্ডার অনুযায়ী কাস্টমাইজ করা যাবে।

🎯 বিশেষ সুবিধা:

  • নতুন উদ্যোক্তাদের জন্য থাকছে ডিলারশিপ ও বাল্ক অর্ডারের সুবর্ণ সুযোগ।

  • নিজস্ব ব্র্যান্ডিং, উপহার ব্যাগ বা কর্পোরেট উপহারের জন্যও উপযুক্ত।

  • হোলসেল প্রতিপিচ ৫৫০ টাকা এবং খুচরা ৭৫০ টাকা প্রতিপি।
    (হোলসেল নিতে চাইলে কমপক্ষে ২০ পিচ নিতে পারবেন।)
    চিন্তা করছেন ঠকবেন কিনা? নিশ্চিন্তে নিতে পারেন, একজন সফল উদ্যোক্তা হলে চাইলে অন্যের পোডাক্ট মাকেটিং করে ঘরে বসে মাসে ১৫-২০ হাজার টাকা আয় করা সম্ভব। চাই চিন্তা ভাবনা না করে আজই অর্ডার করুন। নতুনদের জন্য আমরা গাইডলাইন দিয়ে থাকি।

✅ অর্ডার ও যোগাযোগ:

📞 অর্ডার করুন এখনই: ০১৭১৪ ৫০৯৫৫৪ (হোয়াটসঅ্যাপ ম্যাসেজ করুন সরাসরি)
🌐 ফেসবুক: facebook.com/satkhiraevents.ltd

নিজের জন্য, পরিবারের জন্য কিংবা ব্যবসার জন্য—এক ব্যাগেই বাজিমাত!

📢 এই অফার সীমিত সময়ের জন্য প্রযোজ্য। আজই যোগাযোগ করুন!

add 1


আপনার মতামত লিখুন :

One response to “স্কুল-অফিস-ল্যাপটপ—সব ব্যাগের সমাধান এক জায়গায়! সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন ব্যাগ আনলো সাতক্ষীরা ইভেন্টস লিমিটেড”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ