সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের ভাঙনকবলিত বিছট এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুরে বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ত্রাণ বিতরণ করেন যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জেএম ইমদুল ইসলাম।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জানানো হয়, বিছট গ্রামের রিংবাঁধ নির্মাণ ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় সেনাবাহিনী পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয়ে কাজ করছে।
এ সময় মেজর জেনারেল ইমদুল ইসলাম বলেন, দূর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সেনাবাহিনী সবসময় কাজ করে যাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১০৫ পদাতিক বিগ্রেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, ইউএনও কৃষ্ণা রায়, পানি উন্নয়ন বোর্ড খুলনা বিভাগের তত্ত্বাবধায়ক সৈয়দ শাহিদুল আলম এবং নির্বাহী প্রকৌশলী মো. শাখাওয়াত হোসেনসহ স্থানীয় কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ৩১ মার্চ খোলপেটুয়া নদীতে আনুলিয়ার বেঁড়িবাঁধের প্রায় দেড়শ ফুট অংশ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। বর্তমানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে রিংবাঁধ নির্মাণের তৃতীয় স্তরের কাজ চলছে।