ঈদ মানে আনন্দের জোয়ার-খুশির সঞ্চার
দীর্ঘ পবিত্রতায় তাকওয়ার সিয়াম সাধনার
জ্বলন্ত গরম-কঠোর-তৃষ্ণায় সওম পালন শেষে
আকাশে বাঁকা চাঁদ হাসে রমজানের শেষ দিনে।
আনন্দধারা প্রবাহিত হয়, অফুরন্ত পুণ্যময়তা
ঈদে আত্মীয়-স্বজনের আতিথেয়তার ব্যস্ততা
কোলাকুলি সৌহার্দ্য-সম্প্রীতি-ভালোবাসার বন্ধন
আনন্দ উপভোগ পাড়া-প্রতিবেশী ও আত্মীয়স্বজন।
ছুটছে দল বেঁধে ছেলে মেয়ে বাহারি পোশাকে
প্রাণ চঞ্চলতায় ঈদের রঙিন উৎসবের আমেজে
বাতাসে বইছে পবিত্রতা আতরের সুঘ্রাণে স্নিগ্ধতায়
ইবাদতের মগ্নতা শেষে উচ্ছলতা হৃদয়ের উঞ্চতায়।