স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার সাহিত্যপ্রেমীদের উদ্যোগে প্রকাশিত সাহিত্য পত্রিকা ‘সাহিত্যপাতা’র নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ জুন ২০২৫) দুপুর ১২টায় সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসের উত্তর পাশে এ অফিস উদ্বোধন করেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক মোঃ শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন সাহিত্যপাতার সভাপতি সাকিবুজ্জামান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি এসএম আশরাফুল ইসলাম, সাংবাদিক শেখ হাসান গফুর, আব্দুর রশিদ, মাসুদ আলী, শেখ কামরুল ইসলাম, জি.এম আবু জাফর, সাহিত্যপাতার মহিলা বিষয়ক সম্পাদক সুরাইয়া খাতুন, সদস্য মোঃ আব্দুল্লাহ, মোঃ ইউনুস আলী, জি.এম আবু সাঈদসহ জেলার সাংবাদিক ও লেখকবৃন্দ।
প্রধান অতিথি বলেন, “সাহিত্যপাতা কেবল একটি পত্রিকা নয়, এটি একটি স্বপ্ন, যা তরুণদের মানবিক ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।”
অনুষ্ঠানের শেষে কেক কেটে অফিস উদ্বোধন সম্পন্ন হয়।
উল্লেখ্য, সাহিত্যপাতা www.sahityapata24.com ওয়েবসাইটে নিয়মিত প্রকাশিত হচ্ছে। কবিতা, গল্প, প্রবন্ধ, ব্যঙ্গরচনা, অনুবাদ ও শিশু সাহিত্যসহ নানা বিভাগে এটি পাঠকের মাঝে জনপ্রিয়তা পেয়েছে।