সাতক্ষীরা সিটি কলেজে সম্প্রতি আলোচনার জন্ম দেওয়া একটি ভুল বোঝাবুঝির ঘটনার অবসান ঘটেছে শান্তিপূর্ণভাবে। কলেজের অফিস সহায়ক মতিয়ার রহমান ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনিরুজ্জামান মনিরের মধ্যে ঘটে যাওয়া ওই পরিস্থিতি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়। তবে বুধবার (১৪ মে) দুপুরে কলেজের অধ্যক্ষের কক্ষে উভয়ের মধ্যে আন্তরিক ও সম্মানপূর্ণ আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হয়।
এসময় কলেজের শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন এবং তারা উভয়ের ইতিবাচক মনোভাবকে স্বাগত জানান। উপস্থিত একজন শিক্ষক জানান, “শিক্ষা প্রতিষ্ঠানে মতবিরোধ হতেই পারে, তবে তা আলোচনার মাধ্যমে সমাধান হওয়াটাই বাঞ্ছনীয়। আজকের ঘটনাটি তারই একটি চমৎকার উদাহরণ।”
সম্প্রতি কলেজে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও প্রশাসনিক কার্যক্রমে গতি ফিরে আসায় বেশ কিছু চক্র অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। তবে এই শান্তিপূর্ণ সমঝোতা প্রমাণ করে, সমস্যার সমাধান সম্ভব দায়িত্বশীলতা ও মানবিকতার মাধ্যমে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন হয় শান্তিপূর্ণ, সহযোগিতাপূর্ণ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ—এটাই সকলের কাম্য। সাতক্ষীরা সিটি কলেজের এই ঘটনা একটি সুন্দর বার্তা দেয়: “সংলাপ ও সমঝোতাই সংকট নিরসনের শ্রেষ্ঠ পথ।”