• আজ- সোমবার, ১৬ জুন ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন

সাতক্ষীরা সিটি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন

লেখক : / ৯৭২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৬ মে, ২০২৫
নুরুল আমিন
নুরুল আমিন

add 1

সাতক্ষীরা সিটি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ নুরুল আমিন (লাভলু)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৪ সালে অনার্স ও ১৯৯৫ সালে মাস্টার্স পাশ করেন। এছাড়াও তিনি ডিবি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন। সোমবার (২৬ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্মারক নং- ০৭ (খু-২৫৯) জাতীয় বিঃ/কঃপঃ/ কোড-০২০৩/৭৪৫৩ নং স্মারকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিষ্ঠানটির বর্তমান সভাপতি মোঃ নওশাদ আলম-এর মনোনয়ন বাতিল করে তার স্থলে মোঃ নুরুল আমিন-কে নতুন সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ/ শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নতুন সভাপতির দায়িত্ব পালনকাল গভর্নিং বডির অবশিষ্ট মেয়াদ অর্থাৎ ২৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত বহাল থাকবে। সাতক্ষীরা সিটি কলেজের প্রশাসনিক কাঠামোতে নতুন নেতৃত্বের সূচনা ঘটল।
উল্লেখ্য, সাতক্ষীরা সিটি কলেজের অভ্যন্তরীণ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের তদন্ত প্রতিবেদনে সাবেক পালাতক অধ্যক্ষ শিহাব উদ্দীন একটি রাজনৈতিক ভাবাদর্শের শিক্ষকবৃন্দের মাধ্যমে গত ১মাস যাবত কলেজে অস্থিতিশীল পরিবেশে সৃষ্টি করার পায়তারা চালিয়ে আসছিল। এহেন অবস্থার অবসান ঘটাতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন সভাপতি হিসেবে নুরুল আমিন (লাভলু) কে মনোনীত করায় এলাকাবাসী, কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ