• আজ- সোমবার, ১৬ জুন ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন

সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২২ মে

লেখক : / ১৮৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
এফএনএস নিজউ, হোম, জেলার সংবাদ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, অর্থনীতি, বিনোদন, খেলা, বিশ্ব, লাইফস্টাইল, প্রযুক্তি, সংগঠন, ধর্ম, সাহিত্য, মুক্তমত, সম্পাদকীয়, আর্কাইভ,

add 1

মাসুদ আলী: সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২২ মে (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সমিতির সদস্যদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সদর দলিল লেখক সমিতির নিজস্ব কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সমিতির মোট ভোটার সংখ্যা ১০১ জন। নির্বাচনে অংশগ্রহণকারী সকল ভোটারকে নির্ধারিত সময়ের মধ্যেই ভোট প্রদান করতে আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ মাহাবুব উল্লাহ ও মোঃ রুহুল কুদ্দুস। সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জি.এম আব্দুর রহিম, মো. রফিকুল ইসলাম ও মাও: মোঃ মিজানুর রহমান। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ নাসির উদ্দীন ও শেখ আজাদ হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ নাহিদ সুলতান শাহিন ও মোঃ মহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আবু হাসান ও জাহাঙ্গীর আলম মুন্না। কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ হাফিজুর রহমান, শেখ আমজাদ হোসেন, মোঃ সামছুর রহমান, মোবাশ্বেরুজ্জামান (টুটুল), আব্দুল্লাহ আল মামুন (সাচ্চু)। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রচার সম্পাদক মো. মোহায়মেনুল আলম (মারকোচ), দপ্তর সম্পাদক আল আমিনুর রশিদ, অডিটর মোঃ আল মাহমুদ, কোষাধ্যক্ষ শাহাজান আলী।
নির্বাচন কমিশনের দায়িত্বে রয়েছেন রফিকুল ইসলাম শাওন, যিনি বিগত নির্বাচনগুলোও সুষ্ঠুভাবে সম্পন্ন করার অভিজ্ঞতা রাখেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনও নিরপেক্ষতা ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। সমিতির নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের প্রচারণা ইতোমধ্যে জমে উঠেছে। প্রার্থীরা ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করে সমিতির উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং পেশাগত স্বার্থ রক্ষার অঙ্গীকার করছেন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ