সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে মো. আবু হাসান যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম মুন্না পেয়েছেন ১৮ ভোট। ২২ মে অনুষ্ঠিত এ নির্বাচনে ১০১ ভোটারের মধ্যে ১০০ জন ভোট প্রদান করেন।
আবু হাসান এর আগে সমিতির প্রচার ও সাংগঠনিক সম্পাদক হিসেবে তিনবার দায়িত্ব পালন করেছেন। বিজয়ের পর তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তিনি নির্বাচিত সকলের মাধ্যমে দলিল লেখক সমিতির উন্নয়ন ও সেবার মান বৃদ্ধির আশা ব্যক্ত করেন।
নবনির্বাচিত আবু হাসানকে দলিল লেখক ও সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।