• আজ- সোমবার, ১৬ জুন ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন

সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির সভাপতি মাহাবুব উল্লাহ ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন

লেখক : / ১৬৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

add 1

মাসুদ আলী: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সদর দলিল লেখক সমিতির নিজস্ব কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১০১ জন ভোটারের মধ্যে ১০০ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ ও গণনা শেষে বিকাল সাড়ে ৩টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম দীপু। নির্বাচনে সভাপতি পদে শেখ মাহাবুব উল্লাহ ৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ রুহুল কুদ্দুস পেয়েছেন ২৮ ভোট। সহ সভাপতি পদে মাও: মো. মিজানুর রহমান ৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম মো. রফিকুল ইসলাম পেয়েছেন ২৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. নাসির উদ্দীন ৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী শেখ আজাদ হোসেন পেয়েছেন ৪২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো. মহিদুল ইসলাম ৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. নাহিদ সুলতান শাহিন পেয়েছেন ৪৪ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আবু হাসান ৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী জাহাঙ্গীর আলম মুন্না পেয়েছেন ১৮ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে যথাক্রমে মো. হাফিজুর রহমান ৫৭ ভোট, মো. সামছুর রহমান ৬১ ভোট, মোবাশ্বেরুজ্জামান (টুটুল) ৭৪ ভোট, আব্দুল্লাহ আল মামুন (সাচ্চু) ৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রচার সম্পাদক পদে মো. মোহায়মেনুল আলম (মারকোচ), দপ্তর সম্পাদক পদে আল আমিনুর রশিদ, অডিটর পদে মো. আল মাহমুদ, কোষাধ্যক্ষ পদে শাহাজান আলী।

যে কোন সংবাদ লেখা ও প্রকাশের জন্য অর্ডার করুন

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ