• আজ- সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১০:১০ অপরাহ্ন

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের অ্যাডহক কমিটি গঠন

আব্দুর রহমান / ৭১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ জুন, ২০২৫
মানবিক সেবা
রেড ক্রিসেন্ট

add 1

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাতক্ষীরা জেলা ইউনিটের নতুন অ্যাডহক কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা. কবির মো. আশরাফ আলম স্বাক্ষরিত এক আদেশে এ কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডার ১৯৭৩ (প্রেসিডেন্টের আদেশ নম্বর ২৬/১৯৭৩)-এর ধারা ৭(৪) অনুযায়ী গঠিত এই কমিটির মেয়াদ ৩ মাস।

কমিটির চেয়ারম্যান (পদাধিকারবলে) জেলা প্রশাসক ও প্রশাসক, জেলা পরিষদ। ভাইস চেয়ারম্যান (এ্যাডহক) শেখ মাসুম বিল্লাহ শাহীন, সেক্রেটারী তাজকিন আহমেদ চিশতী, সদস্য যথাক্রমে শেখ সিরাজুল ইসলাম, আবুল হাসান হাদী, মোহাদ্দিস রবিউল বাশার, সৈয়দ ইফতেখার আলী, আবু জাহিদ ডাবলু, ফরিদা আক্তার বিউটি, ডা: আবুল কালাম বাবলা, মোঃ মনিরুজ্জামান। এই অ্যাডহক কমিটি নির্বাচনকালীন সময় পর্যন্ত দায়িত্ব পালন করবে এবং ১৫ সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে সাধারণ সদস্যদের ভোটে পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিকে সাতক্ষীরা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে নতুন কমিটির প্রতি শুভকামনা জানানো হয়েছে এবং আগামীতেও মানবিক সেবায় রেড ক্রিসেন্ট সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ