• আজ- সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন

সাতক্ষীরা প্রেসক্লাবে ২১৬ জনকে অন্তর্ভুক্তির আহ্বান: সংকট নিরসনে ঐক্যের প্রস্তাব

মুনসুর রহমান / ৮২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ জুন, ২০২৫
সাতক্ষীরা প্রেসক্লাব
প্রেসক্লাব

add 1

সাতক্ষীরায় সাংবাদিকতা পেশাকে কেন্দ্র করে বিভক্তি ও বিভ্রান্তির অবসানে প্রেসক্লাবভিত্তিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। জেলা জুড়ে ছড়িয়ে থাকা শতাধিক সাংবাদিক সংগঠনের কার্যক্রম নিয়ে প্রশাসনসহ সংশ্লিষ্টদের মধ্যে তৈরি হওয়া দ্বিধাদ্বন্দ্ব নিরসনে প্রেসক্লাবকে কেন্দ্রে রেখে সকল পেশাদার সাংবাদিককে এক প্ল্যাটফর্মে আনার প্রস্তাব উঠেছে।

এক বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে একটি সমন্বিত ও শক্তিশালী প্রেসক্লাব গড়ে তুললে জেলার গণমাধ্যম কাঠামোতে শৃঙ্খলা ফিরে আসবে এবং অযাচিত সংগঠনগুলোর প্রভাব কমে আসবে। এ লক্ষ্যে প্রেসক্লাবের অতীত বিভিন্ন কমিটির তালিকা—তৎকালীন পুলিশ সুপার নেতৃত্বাধীন বিশেষ কমিটির ১০৪ জন, খসড়া তালিকার ২৫ জন, আদালতের রায়ে অন্তর্ভুক্ত ১০ জন, কাশেম-আসাদ কমিটির ৫৯ জন এবং সাঈদ-বারী কমিটির ২৪ জনসহ মোট ২১৬ জনকে অন্তর্ভুক্ত করে একটি আহ্বায়ক সভা আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।

উক্ত সভায় গঠনতন্ত্র সংশোধনের সিদ্ধান্ত গ্রহণ করে বিশেষ সাধারণ সভা আয়োজন এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে প্রেসক্লাবকে পেশাদার ও মর্যাদাশীল সংগঠন হিসেবে প্রতিষ্ঠার ডাক দেওয়া হয়।

বিবৃতিতে আরও বলা হয়, যেসব ব্যক্তি নিজের সংবাদ পত্রিকায় নিয়মিত প্রকাশ করতে ব্যর্থ, যাঁরা অসাধু ব্যবসা, মাদকসেবন বা সামাজিকভাবে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত, তাদেরকে তালিকা থেকে বাদ দিতে হবে।

সাবেক কিছু সদস্যের বিরুদ্ধে প্রেসক্লাবের নাম ব্যবহার করে অর্থ আত্মসাৎ ও সরকারি সম্পত্তি দখলের অভিযোগও তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও দুর্নীতি দমন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে বলা হয়, “সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষায় সকলে ঐক্যবদ্ধ না হলে, ভবিষ্যতে কেউ প্রেসক্লাবের চেয়ার দখল করবে, আবারও বিভাজনের রাজনীতি ফিরে আসবে।”

সংগৃতি (সম্পাদিত)

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ