• আজ- সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন

সাতক্ষীরা প্রেসক্লাবে নতুন সদস্যদের সদস্যপদ প্রদান উপলক্ষে আলোচনা সভা

আব্দুর রহমান / ৫৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
সাংবাদিক
আব্দুর রহমান

add 1

সাতক্ষীরা: সাতক্ষীরা প্রেসক্লাবের নবনিযুক্ত সদস্যদের সদস্যপদ প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ জুন) সন্ধ্যায় ম্যানগ্রোভ সভাঘরে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান।

সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সিনিয়র সদস্য শেখ ফরিদ আহমেদ ময়না, আব্দুস সামাদ, কাজী জামাল উদ্দীন মামুন, এম. বেলাল হোসাইন, আসাদুজ্জামান মধু প্রমুখ। তারা তাদের বক্তব্যে প্রেসক্লাবের ঐতিহ্য, অতীত কর্মকাণ্ড ও সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। নতুন সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহ আলম, তৌফিকুজ্জামান লিটু, জি এম সোহরাব হোসেন, আমিনুর রহমান, এডভোকেট এবিএম সেলিম, আবু সাঈদ, গাজী ফরহাদ, ইদ্রিস আলী, রোবহান উদ্দীন বুলু, শেখ রেজাউল ইসলাম বাবলু, মুনসুর রহমান ও শেখ সিদ্দিকুর রহমান।

নবনিযুক্ত সদস্যরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, প্রেসক্লাবের সদস্য হতে পারা তাদের জন্য এক গর্বের বিষয়। তারা আগামী দিনে পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে ক্লাবের সম্মান ও ঐতিহ্য রক্ষায় সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় জানান।

আলোচনায় বক্তারা বলেন, সাংবাদিকরা একটি সমাজের দর্পণ। যে কোন জাতীয় সংকট, দুর্যোগ কিংবা পেশাগত বিপদে সাংবাদিকদের একতাবদ্ধ থেকে কাজ করতে হবে। তারা আরো বলেন, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং স্বাধীন সাংবাদিকতার ধারায় কাজ করাই সাংবাদিকদের মূল দায়িত্ব।

অনুষ্ঠানের শেষাংশে প্রেসক্লাব কর্তৃপক্ষ নবনিযুক্ত সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ গ্রহণপত্র (চিঠি) তুলে দেন। সমগ্র অনুষ্ঠানটি ছিল আনন্দঘন, গঠনমূলক ও প্রেরণামূলক।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ