• আজ- সোমবার, ১৬ জুন ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন

সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য তালিকায় যুক্ত ৫৯ সাংবাদিক

লেখক : / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৬ জুন, ২০২৫

add 1

সাংবাদিকতা একটি মহান পেশা—যা শুধু তথ্য সংগ্রহ আর প্রচারেই সীমাবদ্ধ নয়, বরং সমাজের অসঙ্গতি তুলে ধরা, রাষ্ট্রের ত্রুটি নির্দেশ করা এবং জনগণের পক্ষে ন্যায়বিচার দাবি করাও এর গুরুত্বপূর্ণ অংশ। এ দায়িত্ব পালনের পথে বহু সাংবাদিক নিরলসভাবে কাজ করে যান, অনেক সময় ঝুঁকি নিয়ে, কখনো নিঃস্বার্থভাবে। সাতক্ষীরা প্রেসক্লাবের সদ্য সদস্যপদপ্রাপ্ত ৪৫ জন সাংবাদিক এবং ১৪ জন সহযোগী সদস্য—তাঁদের অনেকেই এমন নিঃশব্দ অথচ দৃঢ় পথে চলা পেশাজীবী।

এই সদস্যপদ শুধু একটি সংগঠনের অন্তর্ভুক্তির দলিল নয়; এটি একটি পেশাগত স্বীকৃতি, সম্মান ও দায়িত্বের বহিঃপ্রকাশ। অনেক সাংবাদিক দীর্ঘদিন ধরে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমে কাজ করলেও আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সংগঠনের ছায়াতলে স্থান পাননি। অবশেষে দীর্ঘপ্রক্রিয়া ও গঠনতান্ত্রিক অনুসন্ধানের মাধ্যমে তাঁদের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে একটি ইতিবাচক উদ্যোগ।

একটি সংগঠন তখনই কার্যকর হয়, যখন তা অন্তর্ভুক্তিমূলক হয়, স্বচ্ছ নিয়মনীতি মেনে চলে এবং পেশার মর্যাদা রক্ষায় সোচ্চার থাকে। সাতক্ষীরা প্রেসক্লাব এই প্রক্রিয়ায় যে স্বচ্ছতা ও গঠনমূলক আলোচনার পথ অনুসরণ করেছে, তা প্রশংসার দাবি রাখে। সদস্যপদ অনুমোদনের পাশাপাশি যোগ্যতা না থাকায় ১৫টি আবেদন বাতিল করাও দেখায় যে সংগঠনটি দায়িত্বশীলতার সঙ্গে পরিচালিত হচ্ছে।

তবে এখানেই দায়িত্ব শেষ নয়। নতুন সদস্যদের প্রতি প্রত্যাশা থাকবে, তাঁরা যেন পেশাগত নীতিমালা ও সাংবাদিকতার আদর্শকে ধারণ করে চলেন। প্রেসক্লাবেরও দায়িত্ব হবে, সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ, নৈতিক সহায়তা এবং ন্যায্য অধিকারের জন্য সোচ্চার থাকা।

একটি স্বাধীন, নির্ভীক ও দায়বদ্ধ গণমাধ্যম গড়ে তুলতে হলে সাংবাদিকদের সংগঠনগুলোকে হতে হবে আরও গতিশীল, গণতান্ত্রিক এবং পেশাভিত্তিক। সাতক্ষীরা প্রেসক্লাব সেই পথে আরও একধাপ এগোল বলেই মনে করি।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ