সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের ছয় দফা দাবিতে সাতক্ষীরার সব উপজেলায় একযোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমন্বয়ক ও জেলা সভাপতি আলী হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস.এম. নূর ইসলাম, স্বাস্থ্য সহকারী মো. মনিরুজ্জামান ও অফিস ইনচার্জ মো. আব্দুস শহীদ প্রমুখ।
বক্তারা বলেন, ছয় দফা দাবির মধ্যে রয়েছে—নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং ১৪তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা ও ১১তম গ্রেডে উন্নীতকরণ, অভিজ্ঞতার আলোকে উচ্চতর গ্রেড নিশ্চিত করা, টাইম স্কেল ও গ্রেডের যুক্তিসংগত সমন্বয় এবং পূর্বের ডিপ্লোমাধারী স্বাস্থ্য সহকারীদের ১১তম গ্রেডে উন্নীত করার বিষয়টি। বক্তারা দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।