• আজ- সোমবার, ১৬ জুন ২০২৫, ১০:২১ অপরাহ্ন

সাতক্ষীরায় বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ উদযাপন

আব্দুর রহমান / ৭৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১ জুন, ২০২৫
দুগ্ধ সপ্তাহ
র‍্যালি ও আলোচনা সভা

add 1

সাতক্ষীরা: “দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ-২০২৫ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার (১ জুন) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়। জেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ডা. বিষ্ণুপদ বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ শাহিনুর চৌধুরী এবং জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি অফিসার বিপ্লবজিৎ কর্মকার। দিনের শুরুতে জেলা প্রাণিসম্পদ অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিলিত হয় অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ অফিসের উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক মো. আব্দুল জব্বারসহ দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। আলোচনা সভা ও পুরস্কার বিতরণী শেষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে তরল দুধ বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বালিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে এবং কলারোয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আব্দুল্লাহ আল-মামুন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ