মাসুদ আলী: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর শাখার সদস্য নবায়ন ফরম বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার (২০ মে ২০২৫) বিকাল ৪টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক অডিটোরিয়ামে সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর শাখার আয়োজনে সদস্য নবায়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও সদস্য নবায়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ। এসময় তিনি বলেন, “সাংগঠনিক শক্তি বৃদ্ধির অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে সদস্য নবায়ন। বিএনপির প্রতিটি ইউনিটকে শক্তিশালী করতে হবে, তাহলেই গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম সফল হবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলীম, জেলা বিএনপির সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতি প্রমুখ। সদস্য নবায়ন অনুষ্ঠানে সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।