এস এম আশরাফুল ইসলাম: সাতক্ষীরায় যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জুন) সকাল থেকে জেলার বিভিন্ন ঈদগাহ মাঠে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান ঈদের নামাজ আদায়ে অংশ নেন। সকালে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সোয়া সাতটায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। এছাড়াও সকাল সাড়ে সাতটায় কেন্দ্রীয় জামে মসজিদের ঈদগাহ মাঠে, ৭টা ১৫ মিনিটে পলাশপোল ঈদগাহ মাঠে এবং সকাল ৭টা ৪৫ মিনিটে লস্কারপাড়া ঈদগাহ মাঠে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম। ঈদের জামাতে উপস্থিত মুসল্লিরা পবিত্র ঈদের শিক্ষা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন। কেন্দ্রীয় জামে মসজিদের ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন অ্যাডভোকেট এবিএম সেলিম জালালসহ অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান। তিনি জানান, মাঠটি নবনির্মিত হলেও যথাযথভাবে প্রস্তুতি নেওয়ায় শান্তিপূর্ণ পরিবেশে হাজারো মুসল্লি ঈদের নামাজ আদায় করতে সক্ষম হন। সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়।