দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা গড়তে সাতক্ষীরা জেলা তথ্য অফিসের এক ব্যতিক্রমধর্মী আয়োজন অনুষ্ঠিত হলো সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের হলরুমে। ২৬ মে, সোমবার সকাল ১১টায় জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু ছিল দুর্নীতি প্রতিরোধ বিষয়ক একটি প্রভাবশালী চলচ্চিত্র প্রদর্শনী ও চমৎকারভাবে আয়োজন করা এক কুইজ প্রতিযোগিতা। তরুণ শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও সততার বার্তা ছড়িয়ে দিতে এ আয়োজন যেন প্রাণ পেয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ, প্রফেসর বাসু দেব বসু। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং সকলকে দুর্নীতিবিরোধী মানসিকতা গঠনের আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের প্রফেসর স্বপন কুমার ঘোষ, অর্থনীতি বিভাগের প্রভাষক আশরাফ হোসেন ও প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আমিরুল ইসলাম।
মোঃ মনিরুজ্জামানের দক্ষ পরিচালনায় অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া পারভীন। দ্বিতীয় স্থান অর্জন করেন দ্বাদশ শ্রেণির ছাত্রী আনতারা আনিকা এবং তৃতীয় স্থান লাভ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী আয়শা সিদ্দীকা।
এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে সচেতনতা জাগিয়ে তোলার পাশাপাশি, দুর্নীতির বিরুদ্ধে একটি মজবুত মানসিক গঠনেও ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।