বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, জামায়াত দেশকে জনকল্যাণমূলক, স্বনির্ভর ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়। সমাজে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে মানুষ নতুন নেতৃত্ব পাবে এবং দেশের মর্যাদা বাড়বে। শুক্রবার (১৩ জুন) সকাল ৮টায় সাতক্ষীরার আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত রুকন প্রার্থী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিবিরে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক এবং সঞ্চালনা করেন অফিস সেক্রেটারি রুহুল আমিন। উদ্বোধনী বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ। দারসুল কুরআন পেশ করেন মাওলানা ওসমান গণি।
বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় শূরা সদস্য মুহাদ্দিস রবিউর বাশার, সাতক্ষীরা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সুবহান মুকুল, আসাদুজ্জামান ও অধ্যাপক আব্দুল ওয়ারেশ। উপাধ্যক্ষ শহিদুল ইসলাম বলেন, ইসলামই আমাদের আদর্শ। ইসলামী আন্দোলনের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছানোই জামায়াতের লক্ষ্য। মাওলানা আজিজুর রহমান বলেন, শুধু ব্যক্তিগত ইবাদত নয়, খেলাফতের দায়িত্ব পালনের জন্য নামাজ, রোজা, যাকাতের মাধ্যমে প্রস্তুতি নিতে হবে। গাজী বা শহিদের মানসিকতা অর্জন করতে হবে।