• আজ- সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১০:০৭ অপরাহ্ন

সাতক্ষীরায় করোনা আক্রান্ত আরও দুইজন, মোট সংখ্যা ৩

আব্দুর রহমান / ৪০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২২ জুন, ২০২৫
মেডিকেল

add 1

সাতক্ষীরায় নতুন করে আরও দুই জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল তিন জনে। শনিবার ও রবিবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কফ পরীক্ষা করে তাদের আক্রান্ত শনাক্ত করা হয়।

আক্রান্তরা হলেন—তালা উপজেলার মোবারকপুর গ্রামের রামপ্রসাদ সেন (৭৫) এবং শ্যামনগরের হাজীপুর গ্রামের সাদ্দাম হোসেন (৩৩), যিনি সাতক্ষীরার জেলা প্রশাসকের সিএ হিসেবে কর্মরত।

রামপ্রসাদ সেনের পরিবারের সদস্যরা জানান, তিনি সম্প্রতি কুষ্টিয়ায় তার ছেলের বাসায় বেড়াতে গিয়ে অসুস্থ হন। পরে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে মেশিন চুরি যাওয়ার কারণে করোনা পরীক্ষা না করে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখান থেকে কফের নমুনা দিয়ে তাকে আবার কুষ্টিয়ায় ফেরত নিয়ে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়।

অন্যদিকে, জেলা প্রশাসকের সিএ সাদ্দাম হোসেন রবিবার শারীরিক অসুস্থতা নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে তার করোনা শনাক্ত হয়। তবে তিনিও হাসপাতালে ভর্তি না হয়ে হোম আইসোলেশনে আছেন।

সিভিল সার্জনের কার্যালয় জানায়, এর আগে গত ১৮ জুন রাজারবাগানের মাহাফুজুর রহমান (৬১) করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। নতুন শনাক্ত দু’জন বর্তমানে নিজ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ