সাতক্ষীরার মরিচ্চাপ নদীর ওপর নির্মিত এল্লারচর সেতুর দক্ষিণ পাশের অ্যাপ্রোচ রোড ধ্বসে পড়ায় সদর, দেবহাটা ও আশাশুনি উপজেলার লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। গত ১৮ মে রাতে রোডটি ধ্বসে গেলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সেতু দিয়ে অন্তত ২০টি গ্রামের মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও কৃষকরা নিয়মিত যাতায়াত করতেন। বিকল্প ব্যবস্থা না থাকায় মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সেতু পার হচ্ছেন। ভারী যান চলাচল বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছেন চিংড়ি ও সবজি চাষিরা।
স্থানীয় ইউপি সদস্য আরশাদ আলী জানান, নদী খননের সময় সঠিকভাবে সীমানা নির্ধারণ না করায় জোয়ার-ভাটার স্রোতে সংযোগ সড়ক ভেঙে যায়। অভিযোগ জানানোর পরও সংস্কার হয়নি। সদর উপজেলার ইউএনও শোয়াইব আহমাদ জানান, আপাতত ব্লক ফেলে চলাচল সচল রাখার চেষ্টা চলছে এবং নতুন সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হবে মন্ত্রণালয়ে।