সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় মাছ চুরিরোধে ঘেরের বাঁধে টানানো বিদ্যুতায়িত তারে স্পৃষ্ট হয়ে মো. মাহফুজ আলী (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১৫ জুন) দুপুরে তালা উপজেলার সুরুলিয়া ইউনিয়নের পারকুমিরা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত মাহফুজ আলী পারকুমিরা গ্রামের মহব্বত আলীর ছেলে এবং স্থানীয় কুমিরা হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র। পারিবারিক সূত্রে জানা যায়, ওইদিন দুপুরে মাহফুজ ফুটবল খেলতে গিয়ে খেলা শেষে পার্শ্ববর্তী একটি মাছের ঘেরে গোসল করতে নামে। ঘেরের বাঁধের উপর দিয়ে টানানো বিদ্যুতায়িত তারের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তালা উপজেলার সুরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদ হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।