সাতক্ষীরার সার্বিক উন্নয়নের দাবিতে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (২১ মে) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু।
এ সময় বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, উপদেষ্টা শেখ কামরুল ইসলাম ফারুক, সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না, তৈয়েব হাসান বাবু, অধ্যাপক নুর মোহাম্মদ পাড় প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে:
মানববন্ধন ও স্মারকলিপি প্রদানকালে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা স্মারকলিপির দাবিগুলোর দ্রুত বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করার আহ্বান জানান।