সাতক্ষীরায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে “গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টায় সাতক্ষীরা সার্কিট হাউজ কনফারেন্স রুমে এ প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল। জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। একটি জাতির নৈতিকতা, ন্যায়ের চর্চা ও গণতান্ত্রিক বিকাশে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। অপ-সাংবাদিকতা রোধে প্রতিটি সংবাদকর্মীকে নিজের দায়বদ্ধতা থেকে সততা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে কাজ করতে হবে।” কর্মশালায় রিসোর্স পার্সনের দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর। তিনি তার বক্তব্যে সাংবাদিকতার নীতিমালা, প্রেস কাউন্সিল আইনের বিভিন্ন দিক এবং সংবাদ পরিবেশনের ক্ষেত্রে অনুসরণযোগ্য নৈতিক আদর্শ বিষয়ে বিশদ আলোচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুকিত হাসান খান, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম প্রমুখ। কর্মশালায় সাতক্ষীরা জেলার প্রায় ৭০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। তাঁরা সক্রিয়ভাবে আলোচনা পর্বে অংশ নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের চ্যালেঞ্জ, গুজব প্রতিরোধ, সোশ্যাল মিডিয়ার দায়িত্বশীল ব্যবহারসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত প্রদান করেন। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও নৈতিক মান উন্নয়নের পাশাপাশি সাংবাদিকতা পেশায় দায়বদ্ধতা ও স্বচ্ছতার গুরুত্ব আরও একবার প্রতিফলিত হয়। অংশগ্রহণকারীদের মাঝে প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়। বাংলাদেশ প্রেস কাউন্সিলের এমন আয়োজন জেলার গণমাধ্যমকর্মীদের মাঝে প্রশংসিত হয়েছে এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন প্রশিক্ষণের দাবি জানিয়েছেন অংশগ্রহণকারীরা।