দৈনিক একুশে সংবাদ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক মাসুদ আলীর অসুস্থ স্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসভবনে যান সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ।
শনিবার (৩১ মে) দুপুরে মাসুদ আলীর বাড়িতে গিয়ে ক্লাব নেতৃবৃন্দ তার স্ত্রী নিলুফা ইয়াসমিনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত রোগমুক্তি কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সম্মানিত সভাপতি ও সাপ্তাহিক চাকরির পয়গাম পত্রিকার সম্পাদক এস এম মহিদার রহমান, সাধারণ সম্পাদক মীর আবু বকর, বিশিষ্ট সাংবাদিক শাহজাহান আলী মিটনসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
জানা গেছে, সাংবাদিক মাসুদ আলীর স্ত্রী নিলুফা ইয়াসমিন (৩৬) দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত। বর্তমানে তিনি কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. আফজালুল বাশারের তত্ত্বাবধানে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। সম্প্রতি তার কিডনির পয়েন্ট বেড়ে যাওয়ায় চিকিৎসক দ্রুত ডায়ালাইসিস শুরুর পরামর্শ দিয়েছেন।
স্ত্রীর আশু সুস্থতার জন্য সাংবাদিক মাসুদ আলী সকলের দোয়া কামনা করেছেন।