• আজ- মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন

সাংবাদিকদের হত্যার হুমকি, মানববন্ধনে প্রতিবাদ

আব্দুর রহমান / ২২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

add 1

সাতক্ষীরা: সাতক্ষীরায় সাংবাদিকদের হত্যার হুমকি ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে বিডিএফ প্রেসক্লাব। মঙ্গলবার ব্রহ্মরাজপুর বাজারে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রথম আলোর কল্যাণ ব্যানার্জী, দেশ টিভির শরীফুল্লাহ কায়সার, দীপ্ত টিভির রঘুনাথ খাঁসহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা।

বক্তারা বলেন, এতিমের সম্পদ আত্মসাতের অভিযোগে এসএম নাসির উদ্দিন লিটনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক জিএম আমিনুল হক ও বিডিএফ প্রেসক্লাবের সদস্যদের হত্যার হুমকি ও মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে।

তারা বলেন, সাংবাদিকদের কলম থামিয়ে রাখা যাবে না। আমিনুলের কিছু হলে সারা দেশের সাংবাদিকরা রাস্তায় নামবে। বক্তারা লিটন ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ