ওষুধ
ঢাকা: দেশের সব সরকারি হাসপাতাল ও ক্লিনিকে ফার্মেসি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এতে মানসম্পন্ন ওষুধ সাশ্রয়ী মূল্যে সরবরাহ নিশ্চিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান।
তিনি জানান, বহুল ব্যবহৃত ২৫০ ধরনের ওষুধ তিন ভাগের এক ভাগ দামে পাওয়া যাবে। এতে ৮৫ শতাংশ রোগীর চিকিৎসা সহজ হবে।
সরকারি ফার্মেসি কার্যকর করতে ডিজিটাল ব্যবস্থাপনা চালু ও উৎপাদন ক্ষমতা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রতি বছর ইডিসিএল ১৩০০ কোটি টাকার ওষুধ সরবরাহ করে, ভবিষ্যতে তা আরও বাড়ানো হবে।