• আজ- মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন

শ্রেণি: দ্বিতীয়, বিষয়: গণিত

লেখক : / ৪৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

add 1

🧮 প্রথম সাময়িক পরীক্ষার সাজেশন্স – ২০২৫
শ্রেণি: দ্বিতীয়
বিষয়: গণিত

১। নিচের সংখ্যাগুলো কথায়/ অংকে লিখো:
২৪, ৪৭, ৩২, ৫৯, ৮৭, ৭৫, ৯৩, ৮৯, ৮৬, ৯৯, ১০০, ১১০, ৩৪৯, ৫৮৫, ৬৭২, ৮৫০, ৯০৮

২। ছোট থেকে বড় / বড় থেকে ছোট করে সাজিয়ে লেখো:
৪৩২, ৩২৮, ৫৪০, ৫২৯, ৫১৭, ৫৪৯, ৪০৭, ৬০৩, ৩৩০, ৭২০

৩। নিচের সংখ্যাগুলো থেকে জোড় ও বিজোড় সংখ্যা আলাদা করো:
৬, ১৫, ১২, ২৫, ২৩, ৩২, ৩৯, ৪৩, ৪৮, ৫০১

৪। নিচের সংখ্যাগুলোর প্রতিটি অংকের স্থানীয় মান লেখো:
২৪, ৫৬, ৭৩, ৯৮, ১০৫, ৩২৮, ৬৩৯, ৮৪০, ৯৫৭, ৯০০০

৫। ১ থেকে ৫০ পর্যন্ত জোড় ও বিজোড় সংখ্যা লেখো।
৬। নিচের সংখ্যাগুলোর প্যাটার্ন দেখে পরবর্তী ৩টি সংখ্যা লেখো:
(ক) ৩, ৬, ৯, …, …, …
(খ) ১৫, ১৩, ১১, …, …, …
(গ) ৪০, ৪২, …, ৪৬, …, ৫০, …

৭। ১ম থেকে ২০তম পর্যন্ত ক্রমবাচক সংখ্যা – সংক্ষিপ্ত ও পূর্ণরূপ লেখো:
যেমন: ১ম = প্রথম (১st = First)

৮। সংজ্ঞা ও উদাহরণ লেখো:
ক) জোড় সংখ্যা কাকে বলে?
👉 যেসব সংখ্যার শেষে ০, ২, ৪, ৬, ৮ থাকে সেগুলো জোড় সংখ্যা।
উদাহরণ: ২২, ২৪

খ) বিজোড় সংখ্যা কাকে বলে?
👉 যেসব সংখ্যার শেষে ১, ৩, ৫, ৭, ৯ থাকে সেগুলো বিজোড় সংখ্যা।
উদাহরণ: ১৫, ১৭

৯। নামতা লেখো:
৬, ৭ ও ৮ এর নামতা

১০। নিচের যোগ-বিয়োগগুলো সমাধান করো:
১) ৫৯৬ + ৩১২ =
২) ৪২৭ + ১৮৫ =
৩) ৮৫ − ১৩ =
৪) ৪৯ − ৪২ =

১১। মানসংক্রান্ত প্রশ্নের উত্তর লেখো:
১. ১ জোড়া = ✅ ২টি
২. ১ হালি = ✅ ৪টি
৩. ১ যুগ = ✅ ১২ বছর
৪. ১ শতাব্দী = ✅ ১০০ বছর
৫. ১ ঘন্টা = ✅ ৬০ মিনিট
৬. ১ বছর = ✅ ৩৬৫ দিন
৭. ১ কেজি = ✅ ১০০০ গ্রাম
৮. ১ মন = ✅ ৪০ কেজি
৯. ১ অধিবর্ষ = ✅ ৩৬৬ দিন
১০. তোমার গণিত বইয়ের নাম কী? ✅ প্রাথমিক গণিত
১১. গণিত বইয়ের নীতিবাক্য কী? ✅ “গণিত শিখি, জীবন গড়ি।”

১২। সমস্যা সমাধান করো:
(ক) মাহাদি ও তার বন্ধুরা দুই দলে একুশে ফেব্রুয়ারির প্রভাতফেরিতে যায়।
👉 এক দলে ৩৫ জন ও অন্য দলে ২৭ জন।
মোট কয়জন?
✅ ৩৫ + ২৭ = ৬২ জন

(খ) রাফি ঈদে বাবার কাছ থেকে ২৫০ টাকা ও মায়ের কাছ থেকে ১২০ টাকা পায়।
মোট কত টাকা?
✅ ২৫০ + ১২০ = ৩৭০ টাকা

(গ) নার্সারিতে গোলাপ ফুল গাছ আছে ১২০টি এবং গাঁদা ফুল গাছ আছে ১২৭টি।
মোট কত ফুল গাছ?
✅ ১২০ + ১২৭ = ২৪৭টি ফুল গাছ

(ঘ) মা ও মেয়ের বয়স একত্রে ৭০ বছর। মেয়ের বয়স ২২ বছর।
মায়ের বয়স কত?
✅ ৭০ − ২২ = ৪৮ বছর

(ঙ) ঝুমুরের বয়স ২৪ বছর। রুমুর বয়স ঝুমুর থেকে ৮ বছর বড়।
✅ ২৪ + ৮ = ৩২ বছর

(চ) রুমির মারবেল আছে ৭৫টি, রাজুর আছে ৪৯টি।
রুমি কতটি মারবেল বেশি রাখে?
✅ ৭৫ − ৪৯ = ২৬টি

১৩। চিত্র অংকন করো:
✏️ ত্রিভুজ, চতুর্ভুজ ও আয়ত আকঁ।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ