কল্যাণ হবে ধরার বুকে
আসবে নতুন ভোর?
শ্রমিক-মালিক এক হয়ে
থাকবে পরস্পর!
উদ্যোক্তা হতে হবে
কর্মসংস্থানের,
অর্থনীতির ঘুরবে চাঁকা
দেশের জনগণের।
কামার কুমার কৃষাণ মাঝি
জেলে চাকরিজীবী,
ন্যায্য পাওনা বুঝে পাবে
এটাই তাদের দাবি।
মালিক হয়ে রাজার ভেসে
করছে জগত শাসন,
দাবি দাবা মেনে নিবে
দিবে না যে ভাষণ!
আসমানীতে লেখা আছে
ঝরে পড়া ঘাম,
ঘাম শুকানোর আগে সবাই
দিয়ে দিবে দাম।