শীতের দিনে ওষ্ঠ ফাঁটে
কষ্ট লাগে গায়ে,
যায়না হাঁটা খালি পায়ে
জোতা লাগে পায়ে।
যায়না ওঠা ভোর বিহানে
লেপ কাঁথাতে ভালো,
লেপ তোষকেই সুখ ঠিকানা
জগৎ জুড়ে আলো।
হিম কুয়াশায় যায়না দেখা
সরিষা ফুল চোখে
সকাল বেলা যায়না পথে
গাঁ গেরামের লোকে।
গোসল করতে কষ্ট আরো
শরীর কাঁপে ভয়ে
সাত সকালে নাওয়ার পরে
আনন্দ হয় জয়ে।