হেমন্তের ওই রোজ বিকেলটা শীতের আবাস কয়,
হেমন্তের সকাল বলছে যা মিথ্যা কিন্তু নয়।
হেমন্তকালের দখিনা বাতাস কানে কানে বলে,
আমি যেতেই না যেতে শীত আসবে এবার চলে।
শীতের আবাস পাচ্ছে এবার লেপ, তুস্ক, কাঁথা,
চারদিকে ঘনিয়ে আসবে কুয়াশা চাদরের ঢাকা।
টপ টপ চালক্ষুনিতে পড়বে শিশির বিন্দু,
বিন্দু থেকে গড়বে তব মহা শীতের সিন্ধু।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com