• আজ- সোমবার, ১৬ জুন ২০২৫, ০৯:১০ অপরাহ্ন

শিশুতোষ গ্রন্থ ও লিটল ম্যাগাজিন ‘মিতালী’র প্রকাশনা উৎসব

নাজমুল হাসান / ৯৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৭ মে, ২০২৫
মিতালী’র প্রকাশনা উৎসব
মিতালী’র প্রকাশনা উৎসব

add 1

শিশু সাহিত্যিক আব্দুল বারী আল বাকী রচিত পাঁচটি গ্রন্থ ও লিটল ম্যাগাজিন ‘মিতালী’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। শিশুদের আবৃত্তি, সাহিত্য পাঠ ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর এ আয়োজন ছিল উৎসবমুখর।

অনুষ্ঠানটি আয়োজন করে ‘নলতা মিতালী কচি-কাঁচার মেলা’। এ উপলক্ষে লেখকের নতুন পাঁচটি গ্রন্থ ও লিটল ম্যাগাজিন ‘মিতালী’ প্রকাশিত হয়।

উৎসবে সভাপতিত্ব করেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সাইদুর রহমান। অতিথি ছিলেন কবি ও সাংবাদিক আব্দুর রব সুজন, কবি শাহ মতিন টিপু, ছড়াকার আতিক হেলাল, মোস্তফা নুরুজ্জামান, শাজাহান মোহাম্মদ, কবি পল্টু বাশার, জি এম মুজিবুর রহমান, সুকুমার দাস বাচ্চু, আলী সোহরাব ও নাজমুল হাসান।

শুরুতেই অনুষ্ঠিত হয় শিশুদের আবৃত্তি। এরপর অতিথিরা লেখকের গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। বক্তারা বলেন, আব্দুল বারী আল বাকী শুধু শিশু সাহিত্যিক নন, তিনি মানবিক ও কল্পনাশক্তিতে সমৃদ্ধ লেখক। তাঁর লেখাগুলো শিশুদের নৈতিকতা ও সৃজনশীলতাকে উৎসাহিত করে।

লেখক বলেন, “শিশুদের কল্পনা ও মানবিকতা বিকাশে সাহিত্যের বিকল্প নেই। আমি চাই তারা পড়ুক, ভাবুক এবং আলোকিত মানুষ হয়ে উঠুক।” তিনি জানান, তাঁর গ্রন্থগুলোতে শিক্ষণীয় গল্প, ছড়া ও শিশুদের উপযোগী বিষয়বস্তু রয়েছে, যা মানসিক গঠনে ইতিবাচক প্রভাব ফেলবে।

অনুষ্ঠানে স্থানীয় সাহিত্যপ্রেমী, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। শেষে হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। উপস্থিত সবাই এ আয়োজনের প্রশংসা করেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ