• আজ- মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৯ পূর্বাহ্ন

শিশিরভেজা ঘাস

তাজুল ইসলাম নাহীদ / ২৫১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

add 1
  • তাজুল ইসলাম নাহীদ

শিশিরভেজা ঘাসগুলো ঐ
শিশির জলে ভেজে,
অজু করে নিচ্ছে যেনো
নতুন করে সেজে।

গা-টা তাদের ধুয়েমুছে
মাথা ঝুঁকায় নুয়ে,
সৃষ্টিকর্তা প্রভুর পায়ে
দিচ্ছে যেনো ছুঁয়ে।

হয়তো আমরা বুঝি না হায়
তাদের সেজদার ধরণ,
কিভাবে যে করছে ওরা
দয়াময়কে স্মরণ?

গভীরভাবে দৃষ্টি দিলে
এমন-ই তো লাগে,
প্রভুর পায়ে সেজদা দিতে
ওরা ও যে জাগে।

গাফেল আমরা এসব থেকে
করছে কী যে তারা,
আসলে ভাই খোদার ডাকে
দিচ্ছে নিত্য সাড়া।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার (রাত ৪:৪৯)
  • ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩০ জমাদিউল আউয়াল, ১৪৪৬
  • ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ (হেমন্তকাল)
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT