শিয়াল মামা গাছতলায় বসে
একায় একায় ভাবে,
আজকে ‘কোথা শিয়াল মামা
শিকার করতে যাবে।
ভাবনার মাঝে যে হঠাৎ করে
বাঘের আগমন ঘটে,
শিকার করতে বের হবে তুমি
সেটায় ভাবছো বটে।
আনন্দের মাঝে হাসি খুশিতে
শিকারের খোঁজ পায়,
রাতেরবেলায় একাই আঁধারে
শিকার করতে যায়।
এক বাড়িতে গিয়ে বড় দেখে
মুরগি করলো হানা,
এই সময়ে হঠাৎ করে মালিক
নিতে দিলো এক মানা।
মুরগীর মালিককে দেখে খুবই
জোরে দিল এক দৌড়,
পিছে পিছে লাঠি নিয়ে দৌড়ে
বলে শিয়াল তাড়া কর।
শিয়াল মামায় ঝোপের ঝাড়ে
বসে হেসে হেসে কয়,
মানুষ গুলো আমায় না দেখে
দৌড়ে ছুটে বোকা হয়।
মানুষ গুলো দৌড়ে ছুটে যায়
শিয়াল মামার পিছে,
শিয়াল মামায় মুরগি শান্তিতে
খায় মুরগি ঘরের নিচে।