• আজ- সোমবার, ১৬ জুন ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন

শিক্ষক সম্মেলন ১৪ জুন, মাঠ পরিদর্শন করল আয়োজক কমিটি

লেখক : / ৭৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
satkhira
satkhira

add 1

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আগামী ১৪ জুন সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত হবে শিক্ষক সম্মেলন। সম্মেলন সফল করতে আয়োজক কমিটির পক্ষ থেকে ২৯ মে সকাল ৬টায় অনুষ্ঠানস্থল পরিদর্শন করা হয়েছে।

মাঠ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ আব্দুল জলিল, শিক্ষক সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অধ্যাপক মোঃ ওবায়দুল্লাহ, অধ্যাপক আব্দুল ওয়ারেশ, প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির সদস্য ও সাংবাদিক আবু সাইদ বিশ্বাসসহ অনেকে।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই সম্মেলন বাস্তবায়নে বিভিন্ন দায়িত্বে রয়েছেন— ডেকোরেশন বিভাগে অধ্যাপক ওবায়দুল্লাহ, খাদ্য বিভাগে অধ্যক্ষ মোতাসিম, শৃঙ্খলা বিভাগে অধ্যাপক শহিদুর রহমান, মেহমান ও অভ্যর্থনা বিভাগে উপাধ্যক্ষ আব্দুস সবুর, স্টেজ ব্যবস্থাপনায় অধ্যক্ষ আমফাকুর রহমান বিপু, অফিস বিভাগে অধ্যাপক আব্দুল ওয়ারেশ এবং প্রচার ও মিডিয়া বিভাগে অধ্যাপক ড. মিজানুর রহমান ও সাংবাদিক আবু সাইদ বিশ্বাস।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ