• আজ- সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১০:০৬ অপরাহ্ন

শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ

লেখক : / ১১২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৬ মে, ২০২৫
শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

add 1

কবি, কথাসাহিত্যিক ও নাট্যকার শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ। ১৯২০ সালের ৬ সেপ্টেম্বর কলকাতার কালীঘাটে মামাবাড়িতে জন্ম। শৈশবে শান্তিনিকেতনে পড়লেও পরে দাদুর সিদ্ধান্তে ফিরে আসেন।

১৯৩৪ সালে পরিবারের সঙ্গে নড়াইলে যান এবং ভর্তি হন ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে। ১৯৩৮ সালে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করে কলকাতায় আশুতোষ কলেজে ভর্তি হন। সেখানে লেখা গান নজরুল ইসলামকে মুগ্ধ করে।

তিনি আইএ, বিএ পাস করে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেন। পরে ঘাটশিলায় ইন্ডিয়ান কপার কর্পোরেশনে চাকরি নেন এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভাগ্নি উমা দেবীর সঙ্গে বিবাহ করেন।

পরবর্তীতে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগে উপ-অধিকর্তা হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন এবং ১৯৮১ সালে অবসর নেন। ১৭ বছর বয়সে ‘বুভুক্ষা’ গল্পের মাধ্যমে সাহিত্যজীবন শুরু হয়।

তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে: অপরিচিতের নাম, অভিমানী আন্দামান, আনন্দ ভৈরবী, উত্তরাধিকার, এই তীর্থ, একটি রঙ করা মুখ, কর্নাটরাগ, জনপদবধূ, ঢেউ ওঠে পড়ে, দেবকন্যা, নিধুবাবুর টপ্পা, বন্দরে বন্দরে, বিদিশার নিশা ইত্যাদি।

‘বন্দরে বন্দরে’ উপন্যাসের জন্য তিনি বঙ্কিম পুরস্কার লাভ করেন। ১৯৯৯ সালের ২৬ মে কলকাতায় মৃত্যুবরণ করেন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ