• আজ- সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন

লেখালেখি করে আয় বিষয়ক নিবন্ধ প্রকাশ

আব্দুর রহমান / ৫৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৪ জুন, ২০২৫
সাহিত্য
কলম

add 1

বাংলা ভাষায় লেখালেখিকে কেন্দ্র করে আয় করার সহজ ও নির্ভরযোগ্য উপায় নিয়ে নতুন একটি উপসম্পাদকীয় প্রকাশ করেছে অনলাইন সাহিত্য ও সাংবাদিকতা প্ল্যাটফর্ম সাহিত্যপত্রা (sahityapata24.com)
নিবন্ধটির শিরোনাম— বাংলা ভাষায় আয়ের নতুন দিগন্ত: sahityapata24.com। লেখাটিতে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে কীভাবে ঘরে বসে বাংলা আর্টিকেল লিখে নিয়মিত ও নিশ্চিত আয় করা সম্ভব।

উক্ত নিবন্ধে বলা হয়েছে, বাংলা ভাষাভাষীদের জন্য বিশেষভাবে তৈরি এই প্ল্যাটফর্মে প্রতিদিন দুইটি করে নির্ধারিত শব্দসংখ্যার (১৫০০ বা ৩০০০) বাংলা আর্টিকেল লিখে জমা দিলে তিন দিন অন্তর মোবাইল ব্যাংকিং বা ব্যাংক একাউন্টের মাধ্যমে ১০০০ থেকে ১৮০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক দেওয়া হয়। রয়েছে সম্পূর্ণ ফ্রি একটি শর্ট কোর্স, যা লেখার মান ও পদ্ধতি শেখাতে সাহায্য করে।

সাহিত্যপত্রার পক্ষ থেকে জানানো হয়েছে, দেশ-বিদেশে অবস্থানকারী যে কেউ এই প্ল্যাটফর্মে অংশ নিতে পারবেন এবং আবেদন করতে পারবেন সরাসরি ওয়েবসাইট থেকে। নিবন্ধটিতে লেখা হয়েছে—

“লেখা পাঠিয়ে আয় করুন, স্বপ্ন গড়ুন নিজের ভাষায়।”

নিবন্ধটি পড়তে আগ্রহীরা নিচের লিংকে ভিজিট করতে পারেন:
🔗 https://www.sahityapata24.com/লেখালেখি-করেআয়ের-নতুন-দিগন্ত

আগ্রহীদের জন্য আবেদন লিংক ও যোগাযোগ

📱 +880 1714-509554
📧 sahityapata24@gmail.com
🌐 www.sahityapata24.com

add 1


আপনার মতামত লিখুন :

One response to “লেখালেখি করে আয় বিষয়ক নিবন্ধ প্রকাশ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ