লেখালেখির মাধ্যমে আয় করার একটি সৃজনশীল প্ল্যাটফর্ম সাহিত্যপাতা। ধর্ম ও রাষ্ট্রবিরোধী বিষয় ব্যতীত যেকোনো স্বরচিত লেখা প্রকাশ করে ঘরে বসে প্রতিমাসে আয় করা যায়। একটি সৃজনশীল সাহিত্যপত্রিকা হিসেবে মাসিক সাহিত্যপাতার যাত্রা শুরু হয় ২০০৮ সালের ১লা সেপ্টেম্বর। লেখকদের সৃজনশীলতা ও সম্মাননার প্রতি গুরুত্ব দিয়ে আমরা সাহিত্য, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বয়ে স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছি।
লেখক, পাঠক, বিজ্ঞাপনদাতা ও সুধীজনদের পরামর্শ ও সহযোগিতায় সাহিত্যপাতা আজ একটি পাঠকপ্রিয় ওয়েবসাইটে পরিণত হয়েছে, যা বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রদর্শিত হচ্ছে।
তরুণ কবিদের নিয়ে শুরু হলেও প্রবীণরাও উপদেষ্টা হিসেবে যুক্ত আছেন। ফেসবুক মেসেঞ্জারে প্রতিদিনই কবি-সাহিত্যিকদের আগ্রহ আমাদের অনুপ্রাণিত করছে।
আমরা পঁচমিশালি ধারার বাইরে গিয়ে সাহিত্যপাতাকে একটি সময়োপযোগী ও ব্যতিক্রমী লিটল ম্যাগ হিসেবে গড়ে তুলতে চাই।
এছাড়া বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তর কর্তৃক রেজিস্ট্রেশন প্রক্রিয়াধীন ‘আমাদের সাতক্ষীরা’ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে দুস্থ কবি-সাহিত্যিকদের কল্যাণে কাজ করছি।
আমাদের অনলাইন ভার্সন নিয়মিত আপডেট করা হয় এবং ভবিষ্যতে সাহিত্যপাতা ফাউন্ডেশন বিশ্বসাহিত্য অঙ্গনে স্বপ্ন দেখাবে—এই আশাবাদ ব্যক্ত করছি।
বি:দ্র: প্রতিবছর সেরা লেখকদের জন্য সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হবে।
সবাইকে শুভকামনা।
আল্লাহ হাফেজ।
বিনীত
আব্দুর রহমান
সম্পাদক, সাহিত্যপাতা