• আজ- মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন

লেকভিউ-এর সাহসী উদ্যোগ: মানবতার পক্ষে, ইসরায়েলি পণ্যের বর্জন

লেখক : / ৫৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

add 1

বিশ্ব যখন নির্লজ্জ নীরবতায় ফিলিস্তিনে চলমান মানবতা বিরোধী সন্ত্রাসের দৃশ্য অবলোকন করছে, ঠিক তখনই কিছু সাহসী হৃদয় সামনে এসেছে—তাদের প্রতিবাদ, প্রতিরোধ আর মানবতার বার্তা নিয়ে। সাতক্ষীরার জনপ্রিয় প্রতিষ্ঠান লেকভিউ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এবং লেকভিউ বেকারি অ্যান্ড সুইটস এর সিদ্ধান্ত—কোকাকোলা, পেপসি সহ যাবতীয় ইসরায়েলি পণ্য বর্জন ও বিক্রয় বন্ধ—শুধু একটি ব্যবসায়িক সিদ্ধান্ত নয়, বরং এটি বিবেকের জাগরণ, মানবতার প্রতি অঙ্গীকার, এক সাহসী অবস্থান।
এই সিদ্ধান্তের পেছনে আছেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা সাহেব—যিনি শুধুমাত্র একজন সফল উদ্যোক্তা নন, বরং একজন মানবিক নেতা, সমাজের জন্য নিবেদিত প্রাণ। তাঁর অবদান সাতক্ষীরার প্রতিটি স্তরের মানুষের কাছে সুপরিচিত—মসজিদ, মাদ্রাসা, এতিমখানা কিংবা অসহায়দের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তাঁর আন্তরিকতা নিঃসন্দেহে অনুকরণীয়। মানবতা ও ন্যায়ের পাশে এক দীপ্ত আলোকবর্তিকা লেকভিউ-এর সাহসী উদ্যোগ: মানবতার পক্ষে, ইসরায়েলি পণ্যের বর্জন করেছে। তবে দুঃখের বিষয়, যখন কেউ ন্যায়ের পক্ষে অবস্থান নেয়, তখনই কিছু কুচক্রী মহল মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে সেই দীপ্ত আলোকে ম্লান করার অপচেষ্টা চালায়। লেকভিউ পরিবারও আজ সেই ষড়যন্ত্রের শিকার। এ ধরনের অপপ্রচার শুধু একটি প্রতিষ্ঠানের নয়, বরং সাতক্ষীরাবাসীর সম্মিলিত আবেগ, বিশ্বাস ও গর্ব-এর উপর আঘাত। আমরা কৃতজ্ঞতা জানাই সেই সব মানুষদের, যারা আজও সত্য ও মানবতার পক্ষে সোচ্চার। আমরা একইসাথে অপপ্রচারকারীদের প্রতি উদাত্ত আহ্বান জানাই—বিবেকের কণ্ঠ শুনুন, বিভেদের নয়। ঐক্যের ভাষায় কথা বলুন। লেকভিউ শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান নয়—এটি সাতক্ষীরার মানুষের আত্মার অংশ। এর ক্ষতি মানে আমাদের সবার ক্ষতি।

🕊️ সাতক্ষীরার মানুষ সবসময় সত্য, সুবিচার ও ন্যায়ের পাশে ছিল—আজও আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ।

✨ অপপ্রচারের অন্ধকার ক্ষণস্থায়ী, কিন্তু সত্যের আলো চিরকাল দীপ্তিমান।

মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন নির্যাতিত ফিলিস্তিনবাসীকে বিজয় দান করেন, সত্য ও মানবতার পথে আমাদের দৃঢ় রাখেন, আর বিভ্রান্ত ও অপপ্রচারকারীদের হেদায়েত দান করেন- আমিন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ