• আজ- শুক্রবার, ১৩ জুন ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন

রূপের ঝলকে

আসাদুজ্জামান খান মুকুল / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
কবিতা

add 1
  • আসাদুজ্জামান খান মুকুল

প্রেয়সী বিহনে কেটেছিল যবে আমার বিরহে ক্ষণ,
অধরে হাসির স্ফুরণে সহসা আসিয়া দিয়েছো মন।
হেরিয়া তথায় মায়াবিনী মুখ হৃদয়ে এঁকেছি ছবি,
উদিত হয়েছে বুঝিয়াছি তাতে প্রদীপ্ত আলোক রবি।
নধর তনুর রূপের মাধুরী হেরিয়া হয়েছি চুপ,
মন কে শুধাই ললনা কেমনে পেয়েছে এমন রূপ?
রূপের ঝলকে ছড়ালে যেমন আঁধারে আলোর রেখা।
নিশুতি রজনী ভাবনাতে চলে তোমাতেই কাব্য লেখা।

রূপের ঝলকে রোপিলে প্রণয় ঊষর ভূমির পরে,
রাখিবো তাইতো দেবীরূপে তোমা সারা জনমের তরে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ