• আজ- সোমবার, ১৬ জুন ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন

খাঁটি সরিষার তেল

লেখক : / ২০০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
খাঁটি সরিষার তেল
খাঁটি সরিষার তেল

add 1

খাঁটি সরিষার তেল — স্বাদ ও ঘ্রাণে প্রাচীন ঐতিহ্যের ছোঁয়া!

আমাদের খাঁটি সরিষার তেলে থাকে প্রাকৃতিক অ্যারোমা ও তীক্ষ্ণ ঝাঁজ, যা গরু বা খাসির মাংসের সঙ্গে মিশে তৈরি করে অনন্য স্বাদ ও ঘ্রাণ। এই তেল ব্যবহারে আপনার রান্নায় ফিরে আসবে সেই পুরনো, অভিজাত ঘ্রাণ ও স্বাদ—যা একবার খেলেই মনে গেঁথে যাবে।

✅ একদম খাঁটি ও ভেজালমুক্ত

✅ দেশীয় কৃষকের সরবরাহ

✅ ঘানিতে প্রক্রিয়াজাত


শুদ্ধতা ও পুষ্টিতে ভরপুর, প্রকৃতির ছোঁয়ায় প্রস্তুত

🌾 ১। নির্বাচিত বীজের নিশ্চয়তা

আমরা বাছাইকৃত ও পরিপক্ব সরিষার বীজ থেকে তেল উৎপাদন করি, যাতে গুণগত মান ও স্বাদ থাকে নিখুঁত।

⚙️ ২। প্রাকৃতিক ঘানি প্রযুক্তি

আমাদের নিজস্ব কারখানায় তেঁতুল কাঠের তৈরি ঘানিতে সরিষা প্রক্রিয়াজাত করা হয়, যা সম্পূর্ণ প্রাকৃতিক ও নিরাপদ।

❄️ ৩। কোল্ডপ্রেস পদ্ধতি

কাঠের ঘানিতে কোনো তাপ উৎপন্ন হয় না, ফলে তেলের পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে। গরম তেলে যে গুণাগুণ নষ্ট হয়, সে ঝুঁকি এখানে নেই।

🚫 ৪। স্পেলারমুক্ত খাঁটি তেল

আমরা দ্বিতীয়বারের খৈল থেকে উৎপন্ন স্পেলার তেল ব্যবহার করি না। শুধুমাত্র প্রথমবারে নিষ্কাশিত খাঁটি সরিষার তেলই সরবরাহ করি।

🧼 ৫। দ্বৈত ফিল্টারিং পদ্ধতি

তেল নিষ্কাশনের পর প্রথমে ড্রাম ফিল্টারিং এবং পরে আধুনিক ফিল্টার মেশিনে পরিশোধন করে সর্বোচ্চ বিশুদ্ধতা নিশ্চিত করা হয়।

☀️ ৬। রোদে প্রাকৃতিকভাবে শুকানো

তেল নিষ্কাশনের পর সূর্যের আলোতে তা প্রাকৃতিকভাবে শুকানো হয়, যা তেলকে দীর্ঘসময় ভালো রাখে।

⚠️ ৭। কোনো কেমিক্যাল নয়

রঙ, ঘ্রাণ বা ঝাঁজ বাড়ানোর জন্য আমরা কোনো কৃত্রিম রাসায়নিক বা অ্যাডিটিভ ব্যবহার করি না।


📦 এখনই অর্ডার করুন:

👉 অর্ডার লিংক

📞 যোগাযোগ: +880 1714-509554
📧 ইমেইল: 1linenewsagency@gmail.com
🏢 প্রতিষ্ঠান: 1line News Agency
🔗 ফেসবুক পেজ: facebook.com/satkhiraevents.ltd

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ