আমাদের খাঁটি সরিষার তেলে থাকে প্রাকৃতিক অ্যারোমা ও তীক্ষ্ণ ঝাঁজ, যা গরু বা খাসির মাংসের সঙ্গে মিশে তৈরি করে অনন্য স্বাদ ও ঘ্রাণ। এই তেল ব্যবহারে আপনার রান্নায় ফিরে আসবে সেই পুরনো, অভিজাত ঘ্রাণ ও স্বাদ—যা একবার খেলেই মনে গেঁথে যাবে।
আমরা বাছাইকৃত ও পরিপক্ব সরিষার বীজ থেকে তেল উৎপাদন করি, যাতে গুণগত মান ও স্বাদ থাকে নিখুঁত।
আমাদের নিজস্ব কারখানায় তেঁতুল কাঠের তৈরি ঘানিতে সরিষা প্রক্রিয়াজাত করা হয়, যা সম্পূর্ণ প্রাকৃতিক ও নিরাপদ।
কাঠের ঘানিতে কোনো তাপ উৎপন্ন হয় না, ফলে তেলের পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে। গরম তেলে যে গুণাগুণ নষ্ট হয়, সে ঝুঁকি এখানে নেই।
আমরা দ্বিতীয়বারের খৈল থেকে উৎপন্ন স্পেলার তেল ব্যবহার করি না। শুধুমাত্র প্রথমবারে নিষ্কাশিত খাঁটি সরিষার তেলই সরবরাহ করি।
তেল নিষ্কাশনের পর প্রথমে ড্রাম ফিল্টারিং এবং পরে আধুনিক ফিল্টার মেশিনে পরিশোধন করে সর্বোচ্চ বিশুদ্ধতা নিশ্চিত করা হয়।
তেল নিষ্কাশনের পর সূর্যের আলোতে তা প্রাকৃতিকভাবে শুকানো হয়, যা তেলকে দীর্ঘসময় ভালো রাখে।
রঙ, ঘ্রাণ বা ঝাঁজ বাড়ানোর জন্য আমরা কোনো কৃত্রিম রাসায়নিক বা অ্যাডিটিভ ব্যবহার করি না।
📞 যোগাযোগ: +880 1714-509554
📧 ইমেইল: 1linenewsagency@gmail.com
🏢 প্রতিষ্ঠান: 1line News Agency
🔗 ফেসবুক পেজ: facebook.com/satkhiraevents.ltd