অস্থির গ্রহে ছিলো এক ঘুটে কুড়ুনির বাস
যেখানে ছিলো নিত্য রাগ, হিংসা, বিদ্বেষ
পান থেকে চুন খসলে হতো মহা অপদোষ।
ভুল করে পা বাড়িয়ে সে পৌঁছে যাদুর রাজ্যে
রাজা তাকে স্বাতগ জানায় তাঁর সাম্রাজ্যে
ঘুটে কুড়ুনিকে রাজা অদ্ভুত সন্মানে পুঁজে।
অস্থির জীবনে এখন স্বস্তির আবাস
নিত্য হাসি-আনন্দে চলে সুখের নিঃশ্বাস
কারো চৈত্র মাসে কারো মধুময় ফাগুন মাস।