• আজ- সোমবার, ১৬ জুন ২০২৫, ১০:১৯ অপরাহ্ন

রহমতপুর ক‌লোনী‌তে বারসিকের স্বাস্থ্য সেবা ক্যাম্প

লেখক : / ৫০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

add 1

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের গ‌ড়েরকান্দার রহমতপুর ক‌লোনী‌তে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প পরিচালিত হয়েছে। বৃহস্প‌তিবার (২২ মে) বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এই স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করে। ক্যাম্পে রহমতপুর ক‌লোনী‌র শতাধিক দুস্থ মানুষকে চিকিৎসা সেবা দেন জেনারেল প্রাকটিশনার মাসুদ রানা। এসময় তাদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়। দিনব্যাপী এই স্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারসিক’র  প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপ‌তি আব্দুর রহমান নিরব, সদস্য ফরিদ, মোনাইমু, সিফাত হো‌সেন, রা‌ফিদ রাহী প্রমুখ। স্থানীয় সালমা বেগম জানান, আমাদের এলাকার অধিকাংশ মানুষই দরিদ্র। তারা ঠিকমত ডাক্তার দেখাতে পারেন না। বিশেষ করে মহিলারা রোগাক্রান্ত হলেও অর্থাভাবে ডাক্তার দেখান না। তাই এ ধরনের ক্যাম্প আমাদের জন্য অনেক উপকারে আসবে। প্রসঙ্গত, এই স্বাস্থ্য সেবা ক্যাম্পের জন্য স্বপ্রণোদিত হয়ে ৫শ পিস গ্যাসের ট্যাবলেট প্রদান করেছে সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী মর্ডান ফার্মেসি।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ