sahitya
ইসলামটাকে তুচ্ছ করে
যারা করে আইন,
পাশ্চাত্য করাল গ্রাসে
করছে যারা সাইন।
নারী আজ অর্ধপুরুষ
সেকুলার বাদী,
কোরআন হাদিস মানে না যে
করতে চায় না শাদী।
ধর্ম জ্ঞান ভুলে গিয়ে
থাকে রাস্তা ঘাটে,
কারো কথা শুনে না
দেখা যায় মাঠে!
নারী-পুরুষ প্রভুর দান
ভাঙতে চায় যারা,
কুদরতি নিয়ম ভেঙ্গে
অর্ধ নারী তারা।
মা-বোনদের সঠিক পথে
রেখো সধা তুমি,
নাস্তিকবাদী ভরে গেছে
রক্ষা করো ভূমি।