ইসরাইল এর আগ্রাসনে
যুদ্ধ চলে প্রতি ক্ষণে
দ্বন্দ্ব ফাসাদ বেশ,
বোমার আগুন জ্বলে গাজায়
ধ্বংস নীলায় তরী সাজায়
যুদ্ধ হয় না শেষ।
নিরীহদের আঘাত করে
বুকের তাজা রক্ত ঝরে
বিবেক তাদের নাই,
নির্যাতনের সীমা ছেড়ে
ইসরাইলি গেছে বেড়ে
স্বাধীনতা চাই।
বিশ্ব মোড়ল ঘুড়ায় লাটায়
ফিলিসস্তিনে বোমা ফাটায়
মানুষ পুড়ে ছাই,
বাপ-মা হারা শিশুর চিৎকার
এমন কাজে জানায় ধিক্কার
লাশের গন্ধ পাই।
রক্তের বন্যা লাশের গন্ধ
যুদ্ধের খেলা হয় না বন্ধ
বিশ্ব কেন চুপ,
নেই তো তাদের দয়া-মায়া
স্বজন হারা শোকের ছায়া
ভয়াবহ রূপ।
দেখে হারায় মুখের বুলি
গাজার বুকে চালায় গুলি।
ইসরাইল এর পাল,
জেগে উঠো মুসলিম বিশ্ব
জুলুমকারী করতে নিঃস্ব
ধরতে হবে হাল।
ভেঙ্গে ফেলো তাদের বড়াই
জালিমদের সাথ করো লড়াই
ওগো মুসলিম ভাই
আগ্রাসানকে রুখে দিতে
স্বাধীন ভূমি বুঝে নিতে
মিলে সবে যাই।