নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলামবিরোধী প্রস্তাব বাতিল এবং কমিশন সম্পূর্ণভাবে বিলুপ্তির দাবি জানিয়েছেন সাতক্ষীরার সচেতন নারী সমাজ। বুধবার (২১ মে) জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, কমিশনের জমা দেওয়া প্রস্তাবনাগুলো কুরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক। এতে নারী সমাজ, ধর্ম ও রাষ্ট্রের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টির অপচেষ্টা রয়েছে। বক্তারা বলেন, কমিশনের প্রতিবেদনে যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি, মুসলিম উত্তরাধিকার আইন বাতিল, অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন, স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করার বিধানসহ ৪৩৩টি বিতর্কিত সুপারিশ রয়েছে। এসব সুপারিশ দ্রুত অধ্যাদেশ জারি করে বাস্তবায়নের প্রস্তাবও দেওয়া হয়েছে, যা দেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক গুলশানারা কামিনি এবং পরিচালনা করেন সদস্য সচিব ফজিলা খাতুন। বক্তব্য রাখেন নারী নেত্রী জয়নব পারভিন, নুরুন নেছা ইতি, রাজিয়া সুলতানা, ফতেমা খাতুন, রাবেয়া খাতুন প্রমুখ। বক্তারা বলেন, প্রস্তাবিত কমিশনে দেশের সব শ্রেণি-পেশার নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত হয়নি। এটি একটি বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের দলিল। বক্তারা ধর্মীয় বিধান নিয়ে আপত্তিকর মন্তব্য এবং কুরআনের বিধানকে টার্গেট করার অভিযোগ তুলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।