টর্নেডো গেলো হারিকেন গেলো
সিডর এলো তাই ,
ঝড়োমেঘ শিলাবৃষ্টির কথা
কেউ ভুলিনি ভাই।
আয়লা গেলো নার্গিস গেলো
মোখা এলো দেশে,
মানব জীবন সংকটে আজ
এলো ঘূর্ণিঝড় ভেসে।
আবহাওয়া অধিদপ্তর গুলো
রাখছে দৈনিক খুঁজ,
কখন কোথায় আঘাত আনে
সংকেত দিচ্ছে রোজ।
মহাসমুদ্রে সকল যানবাহন
উপকূলে থাকার নির্দেশ,
ঘূর্ণিঝড়ের সব আঘাত থেকে
নিরাপদে থাকার উপদেশ।
ভয়ংকর ঘূর্ণিঝড় যেথা আসে
করে দেয় চূর্ণবিচূর্ণ,
উত্তাল জলোচ্ছ্বাসে ঘূর্ণিঝড়
ধ্বংসস্তূপ যেন বিদীর্ণ।