কবিতা
মিথ্যার সাথে করো সন্ধি
সত্যকে করে আড়াল,
নিজের স্বার্থ করতে উদ্ধার
হারালে সততার মাল!!
কেমনে পারো? কেমনে করো?
মনে করো কি?
অস্থায়ী সব,মরতে হবে
খেয়াল করছো কি?
একটা অন্যায়,হাজার মিথ্যা
কেন? মনে ভয় নাই!!
এপারে ওপারে দিতে হবে জবাব
কোন নিস্তার নাই।।
জীবন, যৌবন,শক্তি, সাহস
সবি দিয়েছেন মওলা,
সঠিক পথে চলার জন্য
শোধনে করো হাওলা।।
একটি মিথ্যা সত্যি করতে
হাজার মিথ্যার আশ্রয়,
সত্য যেদিন হবে উন্মুক্ত
মিথ্যার হবে পরাজয়।।
অন্যায়কারীর সাথী হয়ে
যারা দিলো পশ্রয়,
নাম উঠলো পাপীর খাতায়
মওলা দেবেন না আশ্রয়।।