নীরব অভিযান
মায়ের তরে কম লিখেছি
কম তুলেছি সুর
মা-ই আমার মুখের হাসি
কাছে, কি-বা দূর।
মা-ই আমার ভালো থাকা
দুঃখ-কষ্ট যত!
মায়ের মুখে জান্নাত আঁকা
আমি তাকাই অবিরত।
মা-ই আমার দামি উপহার
খোদার শ্রেষ্ঠ দান!
মায়ের তরে এই অদমের
জীবন যে কোরবান।