মালয়েশিয়ার কেদাহ রাজ্যে অবৈধভাবে চাকরির নিয়োগকর্তা পরিবর্তনের অভিযোগে ২২২ জন বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। কুলিম এলাকায় অভিযান চালিয়ে এসব অভিবাসীসহ মোট ২২৮ জনকে আটক করা হয়, যার মধ্যে ৫ জন চীনা ও একজন ভারতীয় নাগরিক রয়েছে। অভিযুক্ত এজেন্সিগুলো টাকা নিয়ে অবৈধভাবে নিয়োগকর্তা পরিবর্তনের কাজ করছিল। ইমিগ্রেশনের পরিচালক মোহাম্মদ রিদজুয়ান মোহাম্মাদ জেইন এজেন্সিগুলোর বিরুদ্ধে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এবং বৈধ সংস্থা বেছে নেয়ার পরামর্শ দিয়েছেন।